প্রচ্ছদ > আন্তর্জাতিক >

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

article-img

এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে। আলজাজির প্রতিবেদনে এই খবর বেলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। 

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের উত্তরে সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা হয়েছে।

 

হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কোনো সদস্য ওই বাসভবনে ছিলেন না। ফলে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

 

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছ। আল জাজিরা জানিয়েছে, হামলার পর পর ঘটনাস্থলে যায় পুলিশ।

 

এ ছাড়া একই সময় তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।